তুমি কেমন মানুষ ?

 তুমি হলে এক হাসিমাখা রৌদ্র

নদীর বয়ে যাওয়া স্রোতের মত নীরব 

মাঝে মাঝে ঢেউ তোলা জল

তুমি মেঘের মতো 

মাঝে মাঝে আসতে চেয়েও আসো না।।

তুমি চোখ বন্ধ থাকা  কল্পনায় ভেসে উঠা দুচোখের কাজল। 

তুমি কারো কাছে শান্তির নীড়

তুমি বৃষ্টিতে ভেজা পাখি

তুমি কাউকে ভালবেসে যত্ন করে

রাখতে জানা আখিঁ

তুমি সবসময় স্পেশাল 

তুমি তোমার মতো 

ভালবাসার চাদঁর বিছিয়ে রাখা বালিকা৷ 

সেখানে শুধু আপন মানুষ টাকে ঠাইঁ দেয়া মানুষ৷ 

তুমি সবসময়  অগোছালো 

নিজেকে ভাল রাখা, গুছিয়ে রাখার চেষ্টাকৃত মানুষ। 

তুমি শখের বসে প্রিয় মানুষ টাকে খুশিতে দেখতে পারা সুখ

তুমি কাছের মানুষ গুলোর 

দেখতে চাওয়া মুখ৷ 

তুমি কবিতার মাঝে 

ভালবেসে যাওয়া ছন্দ৷ 

তুমি তোমার মতো এক 

বুক ভরা ভালবাসায় ভরপুর। 

যাকে মনের গহীনে রাখো 

তাকে নিয়ে ভালবাসার তীব্র বাসনা৷ 

তুমি হটাৎ রেগে যাওয়া বালিকা

তুমি হটাৎ চোখে চোখ রাখা সুখ৷ তোমার জন্য ব্যাকুল মন৷ 

Comments